ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মঈন উদ্দিন এঁর পিতার মৃত্যুতে তরঙ্গ২৪.কম পরিবার গভীরভাবে শোকাহত Logo গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন Logo মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাব Logo দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’ নেতৃবৃন্দ Logo নূরানী শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ২য় হয়েছে গ্যানিংগঞ্জ বাজার নূরানী মাদ্রাসার ছাত্রী মুনতাহা আক্তার Logo বানিয়াচংয়ে ১২কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo বানিয়াচং শাহজালাল কে.জি স্কুল ২০২৩ বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য Logo চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ডা. ইলিয়াছ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত Logo ৪০তম তাফসিরুল কোরআন মহা সম্মেলন সফল করায় আলহাজ্ব রেজাউল মোহিত খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo ইফার সাবেক ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদের মৃত্যুতে জেলা মউশিক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের শোক

বানিয়াচংয়ে ঝিঙা চাষ করে মালেকের সাফল্য

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৩১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • ২৭২ বার পড়া হয়েছে

বদরুল লস্কর, বানিয়াচং থেকেঃ ক্ষেতজুড়ে বিস্তীর্ণ মাচা। মাচার ওপর লম্বা লতায় ছড়িয়ে আছে ঘন সবুজ পাতা। পাতার ফাঁকে ফাঁকে পাপড়ি মেলে হাসছে হলুদ রঙের ঝিঙা ফুল। মাচা ভরা শুধু ফুল আর ফুল। নিচে ঝুলছে লম্বা লম্বা ঝিঙা। মনোমুগ্ধকর ঝিঙা ফুলের ওপরে উড়ছে কয়েক প্রজাতির প্রজাপতি। কখনও কখনও মৃদুভাবে ফুল স্পর্শ করছে তারা। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে যে কারও প্রাণ জুড়িয়ে যাবে অনায়াসেই।

দৃশ্যটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪ নং দক্ষিণপশ্চিম ইউনিয়নের শরীফখানি মহল্লার আব্দুল মালেকের সবজি বাগানের। অসময়ে ঝিঙা চাষ করে সফল হয়েছেন তিনি। ঝিঙা মূলত গ্রীষ্মকালীন সবজি হলেও শীতের শুরুতে এই সবজি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন আব্দুল মালেক।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তার বাগানে সরেজমিনে দেখা যায়, বাগানে প্রচুর ঝিঙা ঝুলে আছে। আব্দুল মালেক জানান, তিনি গত বছর গ্রীষ্মেকালে ঝিঙা চাষ করে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে ওই বছরই শীতকালের শুরুরে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ঝিঙা চাষ করেন তিনি। তাতে সফল হন। এবছর অক্টোবর মাসের শুরুতে ৩০ শতাংশ জায়গায় হাইব্রীড হিরো জাতের ঝিঙার বীজ বপন করেন তিনি। এক মাসের মধ্যেই ব্যাপক ফলন আসে ঝিঙা চাষে। এক প্রশ্নের জবাবে সন্তোষজনক হাসি দিয়ে মালেক জানান, ৩০ শতাংশ জায়গায় ঝিঙা চাষে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। এ থেকে তার আয় হবে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা।

৩৫ বছর বয়সী এই সবজি চাষী শুধু ঝিঙা না, পাশাপাশি অন্যান্য সবজি চাষ করেও সফল হয়েছেন তিনি। বিশাল সবজি বাগান ঘুরে দেখা যায় সেখানে চিচিঙ্গা, করলা, লাউ, টমেটোসহ আরও অনেক প্রকার আগাম সবজি চাষ করেছেন আব্দুল মালেক। কৃষি অধিদপ্তর বা সরকারি কোনো সহযোগিতা ছাড়াই নিজ উদ্যোগে এসব বাহারি সবজির আবাদ করে সফল হয়েছেন তিনি।

খোঁজখবর নিয়ে জানা যায়, মালেক তার জমিতে উৎপাদিত আগাম সবজি স্থানীয় বাসিন্দাসহ উপজেলার কয়েকটি বাজারে সরবরাহ করে থাকেন। স্থানীয় বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজার, আদর্শবাজার এবং ৫/৬ নং বাজারে তার উৎপাদিত ঝিঙাসহ অন্যান্য সবজি পাইকারি বিক্রি করে থাকেন তিনি।

বড়বাজারের সবজি বিক্রেতা জুয়েল মিয়া জানান, মালেক ভাই’র জমিতে উৎপাদিত ঝিঙা এবং চিচিঙ্গার নিয়মিত বিক্রেতা আমি। গ্রীষ্মের সবজি শীতকালের শুরুতে পেয়ে ক্রেতাদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে তার এসব সবজি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈন উদ্দিন এঁর পিতার মৃত্যুতে তরঙ্গ২৪.কম পরিবার গভীরভাবে শোকাহত

বানিয়াচংয়ে ঝিঙা চাষ করে মালেকের সাফল্য

আপডেট সময় ০৪:৩১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০

বদরুল লস্কর, বানিয়াচং থেকেঃ ক্ষেতজুড়ে বিস্তীর্ণ মাচা। মাচার ওপর লম্বা লতায় ছড়িয়ে আছে ঘন সবুজ পাতা। পাতার ফাঁকে ফাঁকে পাপড়ি মেলে হাসছে হলুদ রঙের ঝিঙা ফুল। মাচা ভরা শুধু ফুল আর ফুল। নিচে ঝুলছে লম্বা লম্বা ঝিঙা। মনোমুগ্ধকর ঝিঙা ফুলের ওপরে উড়ছে কয়েক প্রজাতির প্রজাপতি। কখনও কখনও মৃদুভাবে ফুল স্পর্শ করছে তারা। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে যে কারও প্রাণ জুড়িয়ে যাবে অনায়াসেই।

দৃশ্যটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪ নং দক্ষিণপশ্চিম ইউনিয়নের শরীফখানি মহল্লার আব্দুল মালেকের সবজি বাগানের। অসময়ে ঝিঙা চাষ করে সফল হয়েছেন তিনি। ঝিঙা মূলত গ্রীষ্মকালীন সবজি হলেও শীতের শুরুতে এই সবজি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন আব্দুল মালেক।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তার বাগানে সরেজমিনে দেখা যায়, বাগানে প্রচুর ঝিঙা ঝুলে আছে। আব্দুল মালেক জানান, তিনি গত বছর গ্রীষ্মেকালে ঝিঙা চাষ করে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে ওই বছরই শীতকালের শুরুরে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ঝিঙা চাষ করেন তিনি। তাতে সফল হন। এবছর অক্টোবর মাসের শুরুতে ৩০ শতাংশ জায়গায় হাইব্রীড হিরো জাতের ঝিঙার বীজ বপন করেন তিনি। এক মাসের মধ্যেই ব্যাপক ফলন আসে ঝিঙা চাষে। এক প্রশ্নের জবাবে সন্তোষজনক হাসি দিয়ে মালেক জানান, ৩০ শতাংশ জায়গায় ঝিঙা চাষে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। এ থেকে তার আয় হবে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা।

৩৫ বছর বয়সী এই সবজি চাষী শুধু ঝিঙা না, পাশাপাশি অন্যান্য সবজি চাষ করেও সফল হয়েছেন তিনি। বিশাল সবজি বাগান ঘুরে দেখা যায় সেখানে চিচিঙ্গা, করলা, লাউ, টমেটোসহ আরও অনেক প্রকার আগাম সবজি চাষ করেছেন আব্দুল মালেক। কৃষি অধিদপ্তর বা সরকারি কোনো সহযোগিতা ছাড়াই নিজ উদ্যোগে এসব বাহারি সবজির আবাদ করে সফল হয়েছেন তিনি।

খোঁজখবর নিয়ে জানা যায়, মালেক তার জমিতে উৎপাদিত আগাম সবজি স্থানীয় বাসিন্দাসহ উপজেলার কয়েকটি বাজারে সরবরাহ করে থাকেন। স্থানীয় বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজার, আদর্শবাজার এবং ৫/৬ নং বাজারে তার উৎপাদিত ঝিঙাসহ অন্যান্য সবজি পাইকারি বিক্রি করে থাকেন তিনি।

বড়বাজারের সবজি বিক্রেতা জুয়েল মিয়া জানান, মালেক ভাই’র জমিতে উৎপাদিত ঝিঙা এবং চিচিঙ্গার নিয়মিত বিক্রেতা আমি। গ্রীষ্মের সবজি শীতকালের শুরুতে পেয়ে ক্রেতাদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে তার এসব সবজি।